
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথে জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে একজন আহত হয়েছে। তাকে স্কয়ার হাসপাতাল ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার ভোরে জঙ্গিদের অবস্থান সন্দেহে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনাল ঘিরে রাখে পুলিশ।
কলাবাগান থানার ওসি ইয়াসিন আরাফাত জানিয়েছেন জঙ্গিরা হোটেলের চারতলায় অবস্থান করছে। সেখানে প্রচুর বিস্ফোরক থাকতে পারে তবে তাদের সংখ্যা কত তা জানাতে পারেননি।
এদিকে সকাল ৮টা থেকে জঙ্গিদের অবস্থান নেওয়া ভবনে প্রবেশের চেষ্টা করে সোয়াত। পৌনে ১০টার দিকে ভেতর থেকে দুই রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এরপর শুরু হয় মুহুর্মুহু গুলির শব্দ। পাঁচ মিনিট পর গুলির শব্দ বন্ধ হয়।
এদিকে গুলির সময় ওই ভবনের সামনের দিকের একটি কাঁচ ভেঙে পড়ে। ধারণা করা হচ্ছে বিস্ফোরণে এটি ভেঙে পড়েছে।
এদিকে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন হোটেলের আশপাশ থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। ইয়াসিন আরাফাত জানিয়েছেন তিনি সাধারণ জনগণ হতে পারেন।
এদিকে হোটেলের ভেতরে কী অবস্থা তা জানা যায়নি।