পাবনায় ইট ভাঙ্গা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

জেলা প্রতিবেদকঃ পাবনার বেড়া উপজেলার নাকানিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের দুলাল হোসেন প্রামানিক (৪২) নামে এক ইট ভাঙ্গা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দুলাল একই গ্রামের মৃত সিরাজ প্রামানিকের মানিকের ছেলে। অভিযোগের ভিত্তিতে দুলাল হোসেনের কর্মরত বাড়ির মালিক আরশেদ আলীকে (৬৫) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নিহত দুলাল হোসেন একই গ্রামের আরশেদ আলীর বাড়িতে ইট ভাঙ্গার কাজে আসে। কাজের এক সময়ে বাড়ির মালিকের ছেলে হীরা হোসেন (৩২) দুলালকে দেশীয় ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে অর্তকিতভাবে আঘাত করে। এসময় দুলালের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে হত্যাকারী পালিয়ে যায়। গুরুত্র আহত অবস্থায় দুলালকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর তার মৃত্যু হয়।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহামুদ খাঁন জানান, মঙ্গলবার সকালে বেড়া উপজেলার নাকালিয়া ইউনিয়নে হাটুরিয়া গ্রামের আলশেদ আলীর ছেলে হীরা আলী বাড়ির পাশে ইট ভাঙ্গায় কর্মরত শ্রমিক দুলাল হোসেনকে লোহার বস্তু দিয়ে অতর্কিতভাবে আঘাত করে। গুরুতর আহত শ্রমিক দুলালকে স্থানীয়রা উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে আসে। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় পুলিশ বাড়ির মালিক এবং অভিযুক্ত হীরার বাবা আরশেদ আলীকে আটক করেছে। অভিযুক্ত মূল আসামী পলাতক রয়েছে, তবে এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। আর হত্যাকাণ্ডের মূল আসামিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও এসময় জানান এই কর্মকর্তা।