পাবনা প্রতিনিধি : পাবনায় দুর্বৃত্তদের বোমার আঘাতে ছামিরন বেওয়া (১০০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে সদর উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছামিরন বেওয়ার পুত্রবধূ রেশমা খাতুন (২৫) আহত হয়েছেন। ছামিরন বেওয়া ওই গ্রামের মৃত তাজু প্রামাণিকের স্ত্রী।
হাসপাতালে চিকিৎসাধীন রেশমা বলেন, ‘ভোরে প্রকৃতিক ডাকে সাড়া দিতে শাশুরিকে নিয়ে বাইরে বের হই। এ সময় দুর্বৃত্তরা বোমা ছুঁড়ে মারে। পরিবারের লোকজন আমাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সকাল ১০টার দিকে শাশুরি মারা যান।’
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী আবু কুদ্দুস বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’