হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পারাবত ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। একই সঙ্গে তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে রেল চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনের কাছে সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। একই সঙ্গে ওই ট্রেনের তিনটি বগিও লাইনচ্যুত হয়। খরব পেয়ে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে ট্রেনে আগুন লাগায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী রুহুল আমিন।