পার্কগুলোকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, রাজধানীর পরিত্যক্ত খেলার মাঠ ও পার্কগুলোকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ‘জল-সবুজে ঢাকা’ শীর্ষক প্রকল্পের বৈঠকে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘রাজধানীকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে ডিএসসিসি। এরই অংশ হিসেবে ‘জল-সবুজে ঢাকা’ প্রকল্পের মাধ্যমে ঢাকা নগরীর ৩১টি পার্ক ও খেলার মাঠ নতুন রূপে সাজানোর জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে খেলার মাঠ ও পার্কগুলোকে জল-সবুজে সাজানো হবে ‘

তিনি বলেন, ‘এরই মধ্যে রাজধানীর ৩১টি খেলার মাঠ ও পার্ক চিহ্নিত করা হয়েছে। নগরবাসীর জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে। এজন্য ‘জল-সবুজে ঢাকা’ প্রকল্পে ৭০ জন স্থপতি কাজ করছেন।

মেয়র জানান, বর্তমানে রাজধানীতে প্রায় দুই কোটি মানুষ বাস করছে। এ কারণে এই নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এখন ঢাকাকে বাসযোগ্য করতে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘রাজধানীর তিন শতাধিক রাস্তাঘাটের সংস্কার কাজ চলছে। আগামী বর্ষা মৌসুমের আগেই রাজধানীর অলিগলি রাস্তা সংস্কার করা হবে।’

তিনি বলেন, ‘বিজয় দিবসের আগেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)  সীমানার ৮০ থেকে ৯০ শতাংশ এলাকায় এলইডি বাল্ব লাগানো হবে। আর ডিএসসিসির দায়িত্ব গ্রহণের দ্বিতীয় বছর পূর্তির আগেই রাজধানীকে আলোকিত করা হবে।’

মেয়র বলেন, ‘রাজধানীর ময়লা-আবর্জনা নিয়ে খুব সমস্যায় আছি। রাত-দিন  পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কারের কাজ করছে। এ ছাড়া শীত শুরু হওয়ায় ধুলাবালি বেড়েছে। রাস্তায় যাতে ধুলাবালি না উড়ে এজন্য ডিএসসিসি প্রতিদিন সকাল ৬টা থেকে রাস্তায় পানি দিচ্ছে।

ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।