আব্দল্লাহ আল মামুন, পার্বতীপর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে পার্বতীপুর সমিতি ঢাকা‘র উদ্যোগে ডেউ টিন বিতরণ করা হয়েছে।
রোবববার বেলা সাড়ে ১১টায় পার্বতীপুর লায়ন্স চক্ষু হাসপাতালে ক্ষতিগ্রস্থদের মাঝে সমিতির সভাপতি মোঃ আফতাব আহম্মেদের উপস্থিতিতে এসময় ৫৫টি পরিবাকে ৬পিচ করে ঢেউ টিন প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পার্বতীপুর সমিতি ঢাকা’র উপদেষ্টা ব্রীগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ তোজাম্মেল হক, পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দীন, সমিতির সাধারণ সম্পাদক আইনুল হক বাদল, এড্যাঃ আসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধরারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ও সালেহ্ আহম্মেদ মঞ্জু প্রমুখ।
এসময় সমিতির উপদেষ্টা ডাঃ তোজাম্মেল হক বলেন আমাদের সমিতির নিজস্ব তহবিল হতে আমরা সর্বদা অসহায়, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সাহায্য সহযোগীতা করার চেষ্টা করি ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে থাকি।