পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে পালিত হলো মহান বিজয় দিবস

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি : সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে পালিত হলো মহান বিজয় দিবস। উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি প্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার শুরুতেই পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সুচনা করেন। শুক্রবার সকালে শহরের পৌর স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় দিবসের কুচকাওয়াজে মন্ত্রী সালাম গ্রহন করেন। কুচকাওয়াজে অর্ধশত শিক্ষা প্রতিষ্টান, সামাজিক ও সাংকৃতিক সংগঠন অংশ গ্রহন করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওমীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাবেক পৌর চেয়ারম্যান এম এ ওহাব সরকার, ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন,পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহাম্মেদ, রেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা, সাহিদা খাতুন শাহি, উপজেলা প্রানী কর্মকর্তা আবু ফাত্তাহ মোহাম্মদ রওশন কবিরসহ প্রমুখ । এ ছাড়াও উপজেলা বিএনপি, জাসদ, সিপিবি, কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা, রেল শ্রমিক লীগ, রেল শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য সংগঠন পৃথক পৃথকভাবে বিজয় দিবসের কর্মসূচী পালন করে।

এর আগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ পক্ষ থেকে শহীদ মিনার ও বধ্য ভূমিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।