ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে পল্লিকবি জসীমউদ্দীনের ১১৪তম জন্মবার্ষিকী।
রোববার কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির বাড়ির আঙ্গিনায় তার সমাধিতে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, প্রেসক্লাব, কবির প্রতিষ্ঠিত আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা জানায়।
পরে সেখানে কবির জীবনের উপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, প্রফেসর আলতাব হোসেন, এডিসি রাজস্ব ড. কামরুজ্জামান সেলিম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি আবুুল ফয়েজ শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ।
এর আগে আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা স্কুল থেকে একটি র্যালি বের করে কবির মাজারে উপস্থিত হয়।