পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা জারি করেছেন, তার পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হুঁশিয়ারি দিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তিন মাসের অস্থায়ী সময়কালের জন্য হলেও, মুসলমানদের আমেরিকা প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা মার্কিন প্রশাসন জারি করেছে, তা গোটা ইসলামি বিশ্বের জন্য, বিশেষত মহান জাতি ইরানের জন্য অপমানজনক।’

বিবৃতিতে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকার বিরুদ্ধে ‘উপযুক্ত আইনি, কূটনৈতিক এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।’ ইরানের নাগরিকদের বিরুদ্ধে জারি হওয়া ‘অপমানজনক নিষেধাজ্ঞা’ যত দিন প্রত্যাহার না করা হচ্ছে, তত দিন মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানিয়েছে তেহরান।

ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও আমেরিকার মানুষকে নিরাপদে রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হলেও, ইতিহাসে এই ঘটনা লিপিবদ্ধ থাকবে কট্টরপন্থী ও তাদের সমর্থকদের দেওয়া একটা বিরাট উপহার হিসেবে।’

প্রসঙ্গত, গত শুক্রবার ট্রাম্প এক নির্বাহী আদেশে মুসলিমপ্রধান সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এ আদেশের কারণে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও সোমালিয়ার লোকজন ৯০ দিনের জন্য আমেরিকায় যেতে পারবেন না। এ ছাড়া, সিরিয়া থেকে কোনো শরণার্থী অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় যেতে পারবেন না। এর পাশাপাশি সব ধরনের শরণার্থীর জন্য আমেরিকায় প্রবেশে ১২০ দিনের নিষেধাজ্ঞা বলবৎ হবে।