পাল্টে যাচ্ছে চাষাবাদের চিত্র
বালুচর এখন সবুজের সমারোহ
মাসকলাই চাষে ঝুঁকছে কৃষক
মাহফুজুর রহমান সোহাগ:
একটা সময় ছিল যখন বালুচর ছিল শুধুই বালুর চর। বছরে একেকবার আবাদ হত। প্রকৃতি বিরুপ থাকলে হতই না। আর সেখানে এখন দিগন্ত জুড়ে সবুজের সমারোহ। পাল্টে যাচ্ছে কৃষকের চাষাবাদের চিত্র। শেরপুরের চরা লে এখন ব্যাপকভাবে চাষ হচ্ছে মাসকলাই। লাভবান এই ফলন দিন দিন কৃষকের মনকে আকর্ষিত করছে আরো বেশি। প্রান্তিক কৃষকের আবাদ করা এই মাসকালাইয়ের ডালের চাহিদা বেড়েই চলছে।
বিশেষ করে মাসকলাই চাষে সার ও পানির অল্প খরচ হয়। বোরো আবাদে ভাল ফলন হওয়ায় কৃষকরা চাষাবাদের চিত্র পাল্টে ফেলেছেন। শীতের এই সময়গুলোতে চরা লের জমি পতিত থাকতো কিংবা কেউ কেউ স¦ল্প পরিসরে আমন ধান চাষ করতো। কিন্তু এখন সবাই ঝুঁকছেন মাসকলাই চাষে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে, এ বছর জেলার ৫টি উপজেলায় প্রায় ১ হাজার হেক্টর জমিতে মাসকলাই চাষ করা হয়েছে। গত বছর ৮২০ হেক্টর জমিতে মাসকলাই চাষ করা হয়েছিলো। প্রতি বিঘা জমিতে প্রায় ১ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি বিঘাতে ৫ মণ করে মাসকলাই পাওয়া যাবে বলে আশা করছেন কৃষকরা। বাজার ভালো থাকলে ২২শ থেকে ২৩শ টাকা হারে প্রতি মণ বিক্রি করা যাবে। ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম দিকে মাসকলাই কাটা শুরু হবে।
কৃষক গোলাম মোস্তফা বলেন, বন্যার পর আমরা মাসকলাইয়ের আবাদ করছি। আশার করি ফলন ভালা হইবো। এর পর বোরো আবাদ করমু। বোরোর আবাদও ভালা হইবো। কৃষক আব্দুল হক বলেন, আমি এ বছর চার বিঘা জমিতে মাসকলাই চাষ করছি। অল্প খরচে এবং অল্প সময়ে আমরা ভালা ফলন পাইয়া থাহি। বাজারে মাসকলাইয়ের চাহিদাও বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন বলেন, সরকারের কৃষি বান্ধব কর্মসূচির আওতায় আমরা শেরপুর জেলায় এ বছর মাসকলাই উৎপাদন বৃদ্ধি লক্ষে ৭শ বিঘা জমিতে ৭শ জন কৃষককে প্রণোদনার আওতায় বিনামূল্যে বারি মাস-৩ এর বীজ ও রাসায়নিক সার সরবরাহ করেছি। এছাড়া কৃষক নিজেরাও উদ্বুদ্ধ হয়ে মাসকলাই চাষ করেছেন। ফসল ভালো এবং দামও ভালো পাওয়ায় শেরপুরে ব্যাপক ভাবে মাসকালাইয়ের দিকে ঝুঁকছে কৃষকরা।