
ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে পাল্লেকেলে টেস্টে রঙ্গনা হেরাথকে বিশ্রাম দিয়েছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। হেরাথ ও চোটের কারণে ছিটকে পড়া নুয়ান প্রদীপের জায়গায় শ্রীলঙ্কা দলে অন্তর্ভুক্ত হবেন দুইজন খেলোয়াড়।
হেরাথের কোনো চোটের সমস্যা নেই। সম্প্রতি বেশ ধকল গেছে তার ওপর দিয়ে। ৩৯ বছর বয়সি বাঁহাতি স্পিনার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বোলিং করেছিলেন ৭১.১ ওভার। ভারতের বিপক্ষে দুই টেস্ট মিলিয়ে ৯১ ওভার।
আগামী দুই মাসে পাকিস্তানের সঙ্গেও একটি টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। বয়স ও টানা খেলার কথা চিন্তা করেই পাল্লেকেলে টেস্টে হেরাথকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।
শ্রীলঙ্কার ক্রিকেট ম্যানেজার অশাঙ্ক গুরুসিনহা বলেছেন, ‘আমরা হেরাথকে নিয়ে ঝুঁকি নিতে চাইছি না। কারণ সে তিন টেস্টে প্রায় ২০০ ওভার বোলিং করেছে। তার শরীরের জন্য এটা অনেক বেশি।’ হেরাথ দলের সঙ্গে ক্যান্ডিতে না গিয়ে কলম্বোতেই থাকবেন এবং ট্রিটমেন্ট নেবেন।
দুই বছর পর হেরাথকে ছাড়া কোনো টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। সর্বশেষ ২০১৫ সালের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তিনি একাদশ থেকে বাদ পড়েছিলেন।
পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ১২ আগস্ট। এরই মধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারী ভারত।