
রেজাউর রহমানঃ বর্তমান সময়ের দুর্যোগে কাদে কাদ মিলিয়ে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে আহারের ফেড়িওয়ালাদের অদম্য তরুণরা। আর সেই এগিয়ে যাওয়ার পথকে যারা অর্থ ও অনন্যভাবে সহযোগিতা করে গেছেন তাদের ধন্যবাদ দিলেও কম হবে, তাই “আহারের ফেড়িওয়ালা” তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

“আহারের ফেড়িওয়ালারা”
“আহারের ফেড়িওয়ালা” রা আপনাদের অর্থ সঠিক হাতে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। এভাবে আমাদের পাশে থেকে সাহায্য করে যাবার আহ্বান করছি।
আমরা যতটুকু অর্থ পাবো তা সঠিক হাতে পৌঁছে দিবো, তাই আমাদের পাশে থেকে এভাবেই সাহায্য আর উৎসাহ দেবার জন্য আমরা কৃতজ্ঞ।
সাহায্যের জন্য যোগাযোগঃ
বিকাশ ব্যক্তিগত/ রকেট/ নগদ
01989-098530
বিকাশ ব্যক্তিগতঃ
০১৭১৯৭১১৪৪৭
লিঙ্কঃ
https://www.facebook.com/aharerferiwalaofficial/
https://www.facebook.com/groups/614813049250304/