
নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই কমেছে। এমনকি ছাত্র-ছাত্রীদের আলাদাভাবে পাসের হারও কমেছে গতবারের তুলনায়। তবে পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে এবার বেশি ছিল। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যাও বেশি।
এবার ১০টি শিক্ষাবোর্ডে পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। গতবার এই হার ছিল ৮৮ দশমিক ২৩ শতাংশ। অর্থাৎ, এবার পাসের হার ৭ দশমিক ৯৪ শতাংশ কমেছে। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে এই সংখ্যা কমেছে ৫ হাজার। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
এ বছর ২৩টি বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। সকল শিক্ষা বোর্ডে অভিন্ন মূল্যায়ন পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করা হয়। এবার উত্তরপত্র মূল্যায়নে অবমূল্যায়ন বা অতিমূল্যায়ন রোধে বোর্ডসমূহ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করে। প্রধান পরীক্ষকদের উত্তরমালা প্রণয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রণীত নমুনা উত্তরমালার আলোকে উত্তরপত্র মূল্যায়নের জন্য পরীক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের গুণগতমান যাচাইয়ের জন্য একটি প্রশ্নমালা সকল প্রধান পরীক্ষককে সরবরাহ করা হয়েছে।
এবার বিজ্ঞান শাখায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি উত্তীর্ণের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডসমূহে এ বছরের পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণ ও উত্তীর্ণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একইসাথে সকল শিক্ষা বোর্ডে ছাত্রের তুলনায় ছাত্রী শূন্য দশমিক ৮৫ শতাংশ বেশি পাস করেছে।
বৃহস্পতিবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এবার ১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ১০ হাজার ৩৭৩ জন এবং ছাত্রীর সংখ্যা ৮ লাখ ৭১ হাজার ৫৮৯ জন। মোট পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ শিক্ষার্থী। এর মধ্যে পাস করা ছাত্রের সংখ্যা ৭ লাখ ২৭ হাজার ৬৮৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৪ হাজার ৩৪ জন।
গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন। এর মধ্যে পাস করেছিল ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন। এ বছর ১ লাখ ৩৬ হাজার ৭৬১ জন।
এবার সাধারণ ৮টি বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৪ লাখ ২২ হাজার ৩৭৯ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ২৮৪ জন। এবার ৮টি বোর্ডে পরীক্ষার্থীর বেড়েছে ১ লাখ ২২ হাজার ৯৫ জন। ৮ বোর্ডে পাস করেছে ১১ লাখ ৫৫ হাজার ৬৮ জন। গত বছর পাস করেছিল ১১ লাখ ৫৩ হাজার ৩৬৩ জন। এবার পাস করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৭০৫ জন। পাসের শতকরা হার ৮১ দশমিক ২১। গত বছর ছিল ৮৮ দশমিক ৭০। এবার এই ৮ বোর্ডে পাসের হার কমেছে ৭ দশমিক ৪৯ শতাংশ।
মাদরাসা শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। যা গত বছর ছিল ২ লাখ ৪৬ হাজার ৩৩৬ জন। বেড়েছে ৭,০০৮ জন। পাস করেছে ১ লাখ ৯৩ হাজার ৫১ জন। গত বছর পাস করেছিল ২ লাখ ১৭ হাজার ৩১৪ জন। কমেছে ২৪ হাজার ২৬৩ জন। এবার মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ২০। গত বছর ছিল ৮৮ দশমিক ২২। এই বোর্ডে পাসের হার কমেছে ১২ দশমিক ০২ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। যা গত বছর ছিল ৯৮ হাজার ৫৮১ জন, বেড়েছে ৭ হাজার ৬৫৮ জন। এর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৬০৩ জন, গত বছর করেছিল ৮১ হাজার ৯২৮ জন, বেড়েছে ১ হাজার ৬৭৫ জন। পাসের হার ৭৮ দশমিক ৬৯, গত বছর ছিল ৮৩ দশমিক ১১। কমেছে ৪ দশমিক ৪২ শতাংশ।
এ বছর দশটি শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার জন। এর মধ্যে ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে গতবারের তুলনায় এবার ১ হাজার ১৯৫ জন বেশি জিপিএ-৫ পেয়েছে। তবে মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ কমেছে।
মাদরাসা শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে মোট ২ হাজার ৬১০ জন। গত বছর এই সংখ্যা ছিল ৫ হাজার ৮৯৫ জন। এবার জিপিএ ৫ কমেছে ৩ হাজার ২৮৫ জন। কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে মোট ৪ হাজার ১৮৭ জন। গত বছর ছিল ৭ হাজার ৯৭ জন। এবার জিপিএ ৫ কমেছে ২ হাজার ৯১০ জন।