ক্রীড়া ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল লাহোরে আয়োজনের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু নিরাপত্তার সমস্যা দেখিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই লাহোরের ফাইনালে খেলতে যাচ্ছেন না।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রথম কোয়ালিফায়ারে পেশোয়ার জালমিকে ১ রানে হারিয়ে পিএসএলের ফাইনালে উঠেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচের পর কোয়েটার ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন, লুক রাইট ও টাইমাল মিলস টুইট করে টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন।
লুক রাইট টুইট করেছেন, ‘দুঃখের সাথে জানাচ্ছি আমি লাহোরে যেতে পারব না। আমার পরিবার আছে, নিজের জীবনের ঝুঁকি নিতে পারছি না। আশা করি পরেরবার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে, তখন অবশ্যই যাব।’
কোয়েটার প্রাক্তন কিউই অফস্পিনার নাথান ম্যাককালামও ৫ মার্চ লাহোরের ফাইনালে খেলতে যাচ্ছেন না। কোয়েটার হয়ে এখনো কোনো ম্যাচ খেলেননি তিনি। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। ২৫৫ রান নিয়ে রুশো এখন পর্যন্ত কোয়েটার সর্বোচ্চ রান সংগ্রাহক।
লাহোরের ফাইনালে বিদেশি ক্রিকেটারদের পাওয়ার জন্য সব ধরনের চেষ্টাই চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোটা অংকের টাকা পর্যন্ত প্রস্তাব করেছে পিসিবি। লাহোরের ফাইনালে খেললে ১০ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত দিতেও রাজি তারা।
একজন বিদেশি ক্রিকেটার অবশ্য লাহোরে খেলতে যেতে রাজি। নাম প্রকাশ না করার শর্তে সেই ক্রিকেটার বলেছেন, ‘একজন পাকিস্তানি ক্রিকেটার ও আমার খেলার মাঝে পার্থক্য কী? দুজনই একই নিরাপত্তা ব্যবস্থার অধীনে খেলব। যেকোনো জায়গায় যেকোনো কিছুই হতে পারে। জীবন তো জীবনই, সেটা আমার হোক কিংবা পাকিস্তানি ক্রিকেটারের।’
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনাল আয়োজনের ব্যাপারে গত সোমবার পিসিবিকে সবুজ-সংকেত দিয়েছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। তবে নিরাপত্তা-ইস্যুতে লাহোরে ফাইনাল আয়োজনের বিষয়টিকে ভালো চোখে দেখছেন না পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটারই। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান তো পিসিবির এমন সিদ্ধান্তকে ‘পাগলামি’ বলে আখ্যায়িত করেছেন।
তথ্যসূত্র : ক্রিকইনফো।