পিএসএল ফাইনাল লাহোরে হওয়ার ঘেষণা

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানে ক্রিকেট নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ পিএসএল ফাইনাল লাহোরে হওয়ার ঘেষণা দিয়েছেন। এর আগে বিদেশের কয়েকজন তারকা ক্রিকেটার নিরাপত্তার কারণে পাকিস্তানে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন। কেন্দ্রিয় ও প্রাদেশিক সরকারের নিরাপত্তা সংস্থার সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনার পর এই ঘোষণা দেন শাহবাজ শরিফ।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রদেশিক কেবিনেট কমিটির বৈঠক ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আলোচনার পর শাহবাজ শরিফ এই সিদ্ধান্ত নেন। তিনি বলেন, পিএসএল ফাইনালের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা ও গৃহীত অন্যান্য ব্যবস্থা প্রতিদিন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কেবিনেট কমিটিকে। এসব কাজের অগ্রগতি প্রতিদিন মনিটর করবেন শাজবাজ নিজেই।

দেশের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করে তিনি ফাইনাল খেলাকে সফল করে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। সরকারের প্রচেষ্টার প্রতিও সমর্থন দিতে বলেন তিনি।তিনি যেকোনো মূল্যে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করারও নির্দেশ দেন।

ফাইনাল খেলার দিন স্টেডিয়ামে দশ হাজার পুলিশ মোতয়েন করা হবে। তাদের সঙ্গে থাকবে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সদস্যরাও। পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠি সাংবাদিকদের বলেন, ‘খেলার সময় পুরো দেশ যে ঐক্যবদ্ধ তা স্পষ্ট হয়ে উঠবে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা দেখে।’

পাকিস্তানে ক্রিকেট আবারো জীবন ফিরে পাচ্ছে বলে আশা প্রকাশ করেন শেঠি। তিনি বলেন,‘সফলভাবে ফাইনাল খেলা আয়োজনের পর আমরা বিশ্ববাসীকে বলতে পারব যে পাকিস্তানে আবার ক্রিকেট ফিরে এসেছে। পাকিস্তানিদের হৃদয়জুড়ে আছে ক্রিকেট।

এদিকে ৫৬ জন বিদেশি কিকেটার পাকিস্তানে যেতে চান বলে জানিয়েছে পিসিবি। তবে মহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা ও ক্রিস গেইল আসবেন না। বিদেশী ক্রিকেটারদের পারিশ্রমিক ১০ হাজার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত বাড়িয়েছে পিসিবি।