মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার বাথান পাড়া গ্রামের এক যুবক তার পিতার সম্পত্তির দাবিতে সৎ ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। ভুক্তোভোগি যুবক উপজেলার রাইপুর ইউনিয়নের বাথান পাড়া গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে মুক্তারুজ্জামান। মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে গাংনী উপজেলা প্রেস ক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। ভুক্তোভোগি মুক্তারুজ্জামানের নিজ স্বাক্ষরিত লিখিত বক্তব্যে জানান, আমার পিতা বিভিন্ন সময় মুসলিম শরীয়া মতে চার জনের সাথে বিয়ে করে। আমার বাবার আমরা পাঁচ পুত্র ও পাঁচ কন্য মিলে মোট দশ জন সন্তান। আমি আমার বাবার চতুর্থ স্ত্রী আঞ্জুমান আরা বেগম এর এক মাত্র সন্তান। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, আমার বয়স যখন ২ বছর তখন খাবারে বিষ মিশিয়ে আমার বাবার তৃতীয় স্ত্রী মাজেদা বেগম আমাকে মেরে ফেলার চেষ্টা করে। উদ্দেশ্য ছিল বাবার সম্পত্তি থেকে বি ত করা। তারই ধারাবাহিকতায় নানা ষড়যন্ত্র করে আসছিল যাতে আমার বাবার সম্পত্তি থেকে আমাদের বি ত করা যায়। এ ধরণের ষড়যন্ত্র সহ্য না করতে পেরে আমাকে নিয়ে আমার মা আলাদা ভাবে বসবাস করে আসছিল। ভুক্তোভোগি মুক্তারুজ্জামান আরো জানান এগারো বছর আগে আমার বাবা মারা গেলে দাফনের দিন সমাজের সকল মানুষের সামনে আমার বাবার তৃতীয় স্ত্রীর তিন সন্তান আনিছুজ্জামান, হামিদুজ্জামান, ও রকোনুজ্জামান এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে আক্তারুজ্জামান আমাকে আমার বাবার সম্পত্তির ন্যায্য হিস্যা বুঝিয়ে দেবে বলে আশ্বাস দেয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও আমাকে তারা বাবার কোন হিস্যা বুঝিয়ে দেওয়া তো দুরের কথা। আমাকে আমার বাবার ওয়ারিশ থেকে বি ত করার পায়তারা করে। কিন্তু আপনাদের সহযোগিতায় তাদের এ ঘৃন্য উদ্দেশ্য বিফলে যায়। পরে গত ২০/০৯/২০১৬ ইং তারিখে রাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুর মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা করার কথা থাকলেও তারা তাদের কথা রাখেনি। এ বিষয়ে চেয়ারম্যানের সরনাপন্ন হলে তিনি আইনের আশ্রয় নিতে বলেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি স্ব-স্ব কর্তৃপক্ষের কাছে বিশেষ ভাবে সহযোগিতা কামনা করেন। যাতে তিনি তার পিতার ন্যায্য হিস্যা বুঝে পেতে পারেন।