পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে আগুন লেগে আট দোকান পুড়ে গেছে।
রোববার রাত ১২টার দিকে শহরের পুরাতন কাপুড়িয়া পট্টিতে এ ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বলেন, রাত ১২টার দিকে কাপুড়িয়া পট্টিতে আগুন লাগে। খবর পেয়ে পিরোজপুর সদর, নাজিরপুর ও ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই আটটি দোকান পুড়ে যায়।
তিনি আরো বলেন, হোটেলের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।