পিরোজপুরে করোনা সন্দেহে বাড়ি লকডাউন

জেলা প্রতিবেদকঃ  পিরোজপুরের কাউখালী উপজেলায় এক কলেজছাত্রের (১৯) করোনা ভাইরাসের লক্ষণ সন্দেহে তার বাড়িটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) দুপুরে বাড়িটি লকডাউন করে দেওয়া হয় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় ছেলেটির বাবা তাকে হাসপাতালে নিয়ে জানান তার ছেলের জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা। এসব লক্ষণ শুনে জরুরি বিভাগের চিকিৎসক ছেলেটিকে ব্যবস্থাপত্র দেন। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তারা প্রশাসনকে জানান।

পরে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বাড়িটি লকডাউন করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাড়িটি লকডাউন করতে লাল নিশান টানিয়ে দেন।

এ ব্যাপরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ওই ছাত্রের করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে বলে সন্দেহ হওয়ায় বাড়িটি লকডাউন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছি।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন বলেন, বাড়ির লোকজনকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলেছি। করোনা ভাইরাস সন্দেহ হওয়ায় এলাকার নিরাপত্তার স্বার্থে ওই বাড়ি থেকে কাউকে বের হতে দেওয়া বা তাদের বাড়িতে কেউ যাতে না যেতে পারে সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. রিয়াজুল ইসলাম রুবেল রিয়াজী জানান, ওই ছাত্রটি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে এলাকায় আসেন। তার অসুস্থতার খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুনসহ পুলিশ ওই বাড়িতে যান। এসময় ইউএনও ওই বাড়ির সদস্যদের বাইরে যাওয়া আসার উপর নিষেধাঞ্জা দেন। এ সময় তিনি তাদের প্রয়োজনীয় সব মালামাল সরবরাহ করার আশ্বাস দিয়ে তাকে (ইউএনও) জানাতে বলেন।