পিসিবি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে পারেন মেজবাহ-ইউনুস

ক্রীড়া ডেস্ক : গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলকে পৌছেন ইউনিস খান। অন্যদিকে অধিনায়ক হিসেবে পাকিস্তানের হয়ে টেস্টে সিলভার জুবিলী বিজয় উদযাপন করেন মিসবাহ-উল হক। বিচক্ষণ নেতৃত্ব ও নির্ভযোগ্য ব্যাটিংয়ে এই দুই তারকা তাদের চওড়া কাঁধে পাকিস্তানকে অনেক টেনেছেন। তাই তাদের কাজের মূল্যায়ন করে পুরস্কৃত করতে চাইছে পিসিবি।
গত মাসে বিদায়ের ঘোষণা দেওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজটাই শেষ মিসবাহ-উল-হক ও ইউনিস খানের জন্য। তবে ক্রিকেট থেকে বিদায় নিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) তারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে পারেন। পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান শনিবার এমনটাই জানিয়েছেন।

 

পিন্ডি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মিসবাহ ও ইউনিসের ভবিষ্যত নিয়ে কথা বলেন শাহরিয়ার খান। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর তাদের পিসিবি থেকে প্রস্তুাব দেওয়া হতে পারে বলে জানান পিসিবি চেয়ারম্যান। শাহরিয়ার খানের বিশ্বাস বোর্ড থেকে দেওয়া প্রস্তুাব গ্রহন করবেন মিসবাহ ও ইউনিস।

সংবাদ সম্মেলনে পাকিস্তান দলে তরুণদের সুযোগ দেওয়া প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমরা চাই পছন্দের ভিত্তিতে তরুণ ক্রিকেটাররা পাকিস্তানের হয়ে খেলুক। তরুণরাই পাকিস্তানের ভবিষ্যত। আমরা তাদের সুযোগ দিতে চাই। এক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিজ্ঞ ও প্রাক্তন খেলোয়াড়রাই যাচাই-বাছাইয়ের কাজটি করবে।’