অর্থনৈতিক প্রতিবেদক : ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেডের (WCRCL) রেটিং অনুযায়ী এনভয় টেক্সটাইলের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি২’। আর স্বল্পমেয়াদী ঋণমান হয়েছে (পি-৪)।
কোম্পানিটি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্ধবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।