পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির লেনদেন আজ বন্ধ থাকবে

অর্থনৈতিক প্রতিবেদক : রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির লেনদেন আজ বৃহস্পতিবার বন্ধ থাকবে।

অপরদিকে চালু হবে দুটি কোম্পানির লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ থাকা কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক ও ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড।

সূত্র জানায়, এর আগে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল, যা গতকাল বুধবার সম্পন্ন হয়। আগামী রোববার থেকে কোম্পানিগুলো আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে পুঁজিবাজারে।

এদিকে রেকর্ড ডেটের কারণে গতকাল বুধবার ডাচ-বাংলা ব্যাংক ও আরএন স্পিনিং মিলস কোম্পানি দুটির লেনদেন বন্ধ ছিল। কোম্পানি দুটির লেনদেন আজ বৃহস্পতিবার চালু হবে। এর আগে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল, যা মঙ্গলবার শেষ হয়।