পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতন এবং বিনিয়োগে উৎসাহিত করতে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার চট্টগ্রামের জিইসি মোড়ের লর্ডস ইন হোটেলে কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোগে আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট সিকিউরিটিজের পরিচালক ও বিনিয়োগকারী সৈয়দ রুম্মান আহাম্মেদ। কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ মোতালের চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক সালেহ জহুর।

সেমিনারে বক্তারা শেয়ার বাজারের পরিস্থিতি, গতি প্রকৃতি, বিনিয়োগ ঝুঁকি ও সম্ভাবনা ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। সচেতনতামূলক এই কর্মসূচিতে বিনিয়োগকারীরা অংশ নেন।