

বোমা ফেলার আগের ও পরের চিত্র
রেজাউর রহমান চৌধুরী, বিশেষ প্রতিবেদনঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিককে বোমার সর্তক অবস্থায় থাকায় কথা বলার পর থেকে আলোচনায় আসে হিরোশিমা ও নাগাসাকি। পুতিনের এই কার্যকালাপকে বিপদজনক বলে আখ্যা দেয় আমেরিকা। তবে পুতিন মনে করিয়ে দেন কারা আগে এটি ব্যবহার করেছে। অবশ্য পুতিন এ বোমা ব্যবহার করবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
হিরোশিমা-নাগাসাকি
ঘটনাটি ছিল ৭৫ বছর আগে আগস্ট মাসের ৬ ও ৯ তারিখে। তা ইতিহাসের মাবনজাতির উপর হামলার সবথেকে বড় ও নৃংসিংহ হামলা বলে আখ্যায়িত করা হয়। আগস্ট মাসের ৬ ও ৯ তারিখে যথাক্রমে হিরোসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায় আমেরিকা। এর আগে ও পরে কখনো যুদ্ধে এ বোমার ব্যবহার হয়নি।

অবুঝ শিশুর চোখে ভয়ের চিহ্ন, সে হয়তো বেঁচে গেছে কিন্তু আগামী জীবন হবে কষ্টের
জাপান কখনো চিন্তা করতে পারেনি এমন কিছু ঘটবে ইতিহাসে। এ বোমায় যে কত মানুষ মারা গেছে তার কোন নির্দিস্ট হিসেব নেই। তবে ধারণা করা এ বোমা হামলায় কমপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষ হিরোশিমায় হওয়ায় বোমা হামলায় সাথে সাথে উধাও হয়ে যায়। নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় মারা যায় ৭৪ হাজার মানুষ। এর পরের দু’বছর মানুষ মারা যেতে থাকে এ বোমার কারণে। অনেকের ক্যান্সার পঙ্গুত নিয়ে বেঁচে থাকেন নয়তো মারা গিয়েছেন।
খুব কম মানুষই এই বোমার হামলা থেকে বেচে ফিরতে পেরেছিলেন, যারা এখনো দুঃসহ সৃতি নিয়ে বেঁচে আছেন। যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক হামলার পর হঠাৎ করে থেমে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যা অনেকটা আকস্মিক ছিল এবং জাপানের রাজা সম্রাট হিরোহিতো।
বোমার ভয়াবহতার বর্ণনায় ফটো সাংবাদিক লী কারেন স্টোর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

যুদ্ধের পর আহত ও নিহত মানুষজন যারা পরে বেঁচে ছিল না হয়তো!
“আমি তখন আমার ঘরের প্রবেশ পথে ঢুকেছি এবং আমার মনে হয় এক পা ভেতরে দিয়েছি। তখন হঠাৎ করে এটি ঘটলো।”
“এক তীব্র আলোর ঝলকানি এসে আঘাত করলো আমার চোখে। হলুদ, খাকি আর কমলার রঙের আলো, যেন এক সঙ্গে মিশে আছে সব রঙ।”
“কী ঘটছে সেটা বোঝার মতো সময় পর্যন্ত আমার ছিল না। মূহুর্তের মধ্যেই সবকিছু যেন সাদা হয়ে গেল। আমার মনে হতে লাগলো, আমি যেন একদম একা, আর কেউ কোথাও নেই। এরপর একটা প্রচণ্ড শব্দ হলো। এরপর আমি জ্ঞান হারালাম।”
এই পরমাণু বোমার বিস্ফোরণের পর মানুষ যেরকম মারাত্মকভাবে আহত হয়েছিল, তা দেখেছেন হাডা।
“অনেকেই কনপিরা পর্বতের ওপর দিয়ে আমাদের এখানে পালিয়ে এসেছিল। এদের অনেকের চোখ বেরিয়ে এসেছে, অনেকে প্রায় নগ্ন, অনেকের গায়ের চামড়া পুড়ে ঝুলে আছে।”
“আমার মা তাড়াতাড়ি তোয়ালে এবং চাদর নিয়ে আসলেন। তিনি আমাদের এলাকার অন্যান্য মহিলাদের সাথে নিয়ে পালিয়ে আসা লোকজনকে একটা কলেজের অডিটোরিয়ামের দিকে নিয়ে গেলেন। সেখানে তাদের শুইয়ে রাখার ব্যবস্থা করা হলো।”
“এরা সবাই পানি চাইছিল। আমাকে বলা হলো ওদের পানি দিতে। কাজেই আমি একটা বাটি নিয়ে কাছের নদীতে গেলাম। সেখান থেকে তাদের পান করার জন্য পানি নিয়ে আসলাম।”

যুদ্ধের সাথে এই শিশুর কোন সম্পর্ক নেই, তারপরেও কেন এমন হল?
“এক ঢোক পানি খেয়েই তারা মারা গেল। একজনের পর একজন মারা যাচ্ছিল।”
জাপান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ১৪ই আগস্ট।
সেই একই দিনে যুক্তরাষ্ট্রের প্র্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান হোয়াইট হাউসের বাইরে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন।
তিনি বলেন, “পার্ল হারবারে আক্রমণের পর থেকে এই দিনটির জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আজকের এই দিনে অবশেষ ফ্যাসিবাদের মৃত্যু ঘটলো, আমরা সব সময় জানতাম ফ্যাসিবাদ পরাস্ত হবেই।”
এর পরদিন রেডিওতে জাপানের সম্রাট হিরোহিতোকে প্রথমবারের মতো রেডিওতে বক্তৃতা দিতে শোনা যায়।
এতে তিনি জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের জন্য “এক নতুন এবং নিষ্ঠুর বোমা”কে দায়ী করেন।
তিনি বলেন, “আমাদের যদি লড়াই চালিয়ে যেতে হয়, তা কেবল একটি জাতি হিসেবে জাপানের চুড়ান্ত পতন এবং ধ্বংসই ডেকে আনবে না, তা পুরো মানব সভ্যতাকেও সম্পূর্ণ নির্মূল করে দিতে পারে।”

এখানে বোমা হামলার আগে বসত-বাড়ি ছিল, তা এখন মাটির সাথে মিশে গেছে
ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলী মন্তব্য করেছিলেন, “আমাদের সর্বশেষ শত্রুকেও আমরা শেষ করে দিতে পেরেছি।”
তিনি যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে আরও বলেছিলেন, “তাদের বিস্ময়কর প্রচেষ্টা ছাড়া প্রাচ্যে যুদ্ধ আরও বহু বছর ধরে চলতেই থাকতো।”
জাপানের আত্মসমর্পণের পর ব্রিটেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং কানাডায় বিজয় উৎসব করার জন্য দুদিন জাতীয় ছুটি ঘোষণা করা হয়।
১৫ই আগষ্ট যেদিন জাপানের বিরুদ্ধে বিজয় ঘোষণা করা হয়, সেদিন মিত্র জোটের দেশগুলিতে লাখ লাখ মানুষ কুচকাওয়াজ এবং রাস্তায় রাস্তায় উৎসবে যোগ দেয়।
লন্ডনে বাকিংহাম প্রাসাদের ব্যালকনি থেকে রাজপরিবারের সদস্যরা উল্লসিত জনতার দিকে হাত নাড়েন।
জাপান আনুষ্ঠানিক আত্মসমর্পণের দলিলে সই করেছিল ২রা সেপ্টেম্বর।
টোকিও উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মিসৌরিতে এই দলিল সই করা হয়।
নীচের ছবিতে যে গম্বুজটি দেখা যাচ্ছে, সেটি হিরোশিমায় পরমাণু বোমা ফেলার পর যে কটি ভবনের কাঠামো দাঁড়িয়ে ছিল তার একটি।

বোমার পর পড়ে থাকা ধ্বংসআক্ত বাড়ি
পরমাণু বোমা হামলার স্মারক হিসেবে এটিকে সংরক্ষণ করা হয়েছে।
এই গম্বুজটির অবস্থান হিরোশিমার শান্তি স্মারক পার্কে।
এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ বলে ঘোষণা করেছে।
তবে তার জন্য ইতিহাসে এখনো ঘৃণায় চোখে যুক্তরাষ্ট্র। পরবর্তীযুগে এ হামলার সমালোচনা করে বিশ্বের নানা প্রান্তের মানুষ। এখন অবশ্য আমেরিকার মিত্র হিসেবে দেখা যায় জাপানকে।