পুনের পর এবার বেঙ্গালুরুতে ভারত বধের মিশনে নামছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : পুনের পর এবার বেঙ্গালুরুতে ভারত বধের মিশনে নামছে অস্ট্রেলিয়া। আগামীকাল শনিবার থেকে দুই দলের চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। বেঙ্গালুরুর টেস্টে কোনো পরিবর্তন আসছে না অস্ট্রেলিয়া একাদশে। পুনে টেস্টের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

পুনেতে স্পিন উইকেট বানিয়ে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকে যায় ভারত। ৩৩৩ রানের হার হজম করতে হয় বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে। তবে এবার আর স্পিন উইকেট বানাচ্ছে না ভারত। ব্যাঙ্গালুরুতে সুবজ ঘাসের উইকেট পাওয়ার সম্ভাবনা আছে। উইকেট থেকে বাড়তি পেস পাওয়া যাবে।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, স্টিভেন স্মিথ, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, স্টিভ ও’কিফ, নাথান লায়ন ও জস হ্যাজেলউড।