পুরস্কৃত হলেন ৯ পুলিশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নয়জনকে পুরস্কৃত করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তাদের পুরস্কৃত করা হয়।

বুধবার দুপুরে কেএমপি সদর দপ্তরের অপরাধ পর্যালোচনা সভায় কেএমপি কমিশনার মাসের শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স হিসেবে তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন।

পুরস্কৃতরা হলেন- এএসআই ইয়ার আলী, সার্জেন্ট আবু বকর সিদ্দিক, টিএসআই নুরুল ইসলাম, এসআই বদরুজ্জামান, কনস্টেবল শিশির বিশ্বাস, কনস্টেবল আল-আমিন, কনস্টেবল বঙ্কিম চক্রবর্তী, কনস্টেবল আসলাম হোসেন ও কনস্টেবল বাবুল হাওলাদার।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝির সভাপতিত্বে খুলনার আইন শৃঙ্খলা রক্ষায় ছয় দফা দাবি উত্থাপন করা হয়।