পুরান ঢাকায় কেমিক্যাল কারখানায় জরিপ শুরু

জবি প্রতিনিধি : পুরান ঢাকার আরমানিটোলা, বাবুবাজার, মিডফোর্ড এলাকায় কেমিক্যাল গোডাউনের জরিপ শুরু করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তারা এ কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিষ বর্ধন বলেন, গত ১৭ জানুয়ারি থেকে মেয়রের নির্দেশ অনুযায়ী আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউনের জরিপের কাজের কার্যক্রম শুরু করেছেন তারা। কোন কোন গোডাউনে কী ধরনের কেমিক্যাল রয়েছে তার তালিকা তৈরি করছেন তারা। এ ছাড়া বিভিন্ন বাসা বাড়ির নিচতলায় কেমিক্যাল গোডাউন রয়েছে। তার তালিকাগুলো তৈরি করছেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার পুরান ঢাকার আরমানিটোলা, বাবুবাজার, মিডফোর্ড এলাকায় জরিপ চালিয়েছে তারা।

তিনি আরো জানান, বংশাল ও লালবাগ থানা যৌথভাবে এ কার্যক্রম চালাচ্ছেন। এই জরিপের প্রতিবেদন তারা জমা দিবেন। এরপর আরো জরিপ হতে পারে।

এর আগে গত ১৯ জানুয়ারি মেয়র সাঈদ খোকন এক অনুষ্ঠানে ১ মার্চ থেকে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন স্থানান্তরের ঘোষণা দেন।