নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, পুরান ঢাকায় কোনো কেমিক্যাল কারখানা থাকতে দেওয়া হবে না।
রোববার দুপুরে রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় কেমিক্যাল কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, পুরান ঢাকায় কোনো কেমিক্যাল কারখানা থাকবে না। যে যত বড় প্রভাবশালী হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। পুরান ঢাকা থেকে এখনো যারা কারখানা সরাননি, তারা দ্রুত কারখানা সরিয়ে নিন। পুরান ঢাকায় কোনো কেমিক্যাল কারখানা থাকতে দেওয়া হবে না।
তিনি বলেন, কিছু রাসায়নিক গুদাম ও কারখানা বিপজ্জনকভাবে পরিচালিত হচ্ছে। নিমতলীর ঘটনার পর সরকার এসব গুদাম সরিয়ে ফেলার নির্দেশ দিলেও বেশিরভাগ ব্যবসায়ী তা মানেনি। এবার অপসারণ অভিযানে নামা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের দৃষ্টিতে যেগুলো ঝুঁকিপূর্ণ মনে হবে সেগুলোকেই অবৈধ ঘোষণা করা হবে। এসব কারখানার মালিকদের আগে থেকেই নোটিশ করা হয়েছে। মাইকিং করা হয়েছে বিকল্প জায়গায় সরিয়ে নেওয়ার জন্য।
এদিকে অগ্নি নির্বাপণ আইনের শর্ত ভঙ্গ করায় পরে ইউনিক পলিমার কেমিক্যাল কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানার মালিক আব্দুল করিম সেন্টু অভিযানের সময় উপস্থিত না থাকায় শ্রমিক কুবাত আলীকে জরিমানার টাকা অনাআদায়ে ৬ মাসের জেল দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক উন নবী তালুকদার।
ইউনিক পলিমার কারখানায় জুতার আঠা তৈরিতে ব্যবহার করা হয় দাহ্য পদার্থ। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ জব্দ করাসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর এ কে এম শাকিল নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিএসসিসি সূত্র জানায়, পুরান ঢাকায় প্রায় ৪০০ অবৈধ কেমিক্যাল কারখানা রয়েছে। এসব কারখানার কোনোটির ট্রেড লাইসেন্স নেই, কোনোটির আবার ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই, আবার কোনোটির ট্রেড লাইসেন্স থাকলেও মেয়াদ নেই। কোনোটি আবার অন্য ব্যবসার নাম দিয়ে কেমিক্যালের ব্যবসা করছে।
প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ, শহীদনগর, চকবাজার এলাকার অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। এই অঞ্চলেই রয়েছে ২১টি অবৈধ কেমিক্যাল কারখানা। এগুলোর ট্রেড লাইসেন্স ও ফায়ার লাইসেন্স নেই।
ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, ফায়ার সর্ভিসের দেওয়া তথ্যমতে, ডিএসসিসির অধীনে প্রায় ৪০০ কারখানা রয়েছে যেগুলোর বৈধতা নেই। তাই প্রাথমিকভাবে ২৪ নম্বর ওয়ার্ডের ২১টি কারখানার বিরুদ্ধে অভিযান হবে। অভিযান ১২ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত টানা চলবে। এরপরেও ধারাবাহিকভাবে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।