মোঃসিরাজুল ইসলামঃ রাজধানী তুরাগ থানা কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্মার্ট ইলেক্টনিক্স ওয়ালটন এক্সক্লুসিভ ডিলার এর উদ্যোগে ‘পুলিশই জনতা; জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশিং ফোরাম মহাসমাবেশ আয়োজন করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি বিধান ত্রিপুরা (উপ-পুলিশ কমিশনার) বলেন; কমিউনিটি পুলিশ নিয়ে এখন আর নতুন করে কিছু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই; আপনারাই আমাদের প্রধান তথ্য দাতা; ফোজদারি কার্যবিধির অধীনে আপনাদের এমন ক্ষমতা দেওয়া হয়েছে। আপ্নারা যদি কোন চোর, ডাকাত, সন্ত্রাসী চিহ্নিত করতে পারেন তবে তাদেরকে ধরে সাথে সাথে আইনের নিকট সোর্পদ করুন, আর যদি অপরাধীকে আইনের নিকট সোর্পদ না করেন সেক্ষেত্রে সেটাও হবে একটি ফোজদারি অপরাধ। আইনের কাছে অপরাধীকে সোর্পদ করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন আপনাদের এলাকায় যদি নতুন ভাড়াটিয়া আসে সেক্ষেত্রে ভাড়াটিয়া তথ্য জানবেন এবং আমাদের জানাবেন। বিধান ত্রিপুরা আরও বলেন আপনাদের উপস্থিতিতে এটাই প্রমান করে যে, পুলিশের সাহায্য নিয়ে এলাকায় থেকে সন্ত্রাসী, জঙ্গি, মাদক, মুক্ত করতে চান, আমরা সকলে মিলে একত্রে কাজ করলে এলাকা থেকে সবধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তুরাগ থানার অফিসার ইনচার্জ মাহাবুবে খোদা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব আঃ ছালাম, মোঃ ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আওয়ামীলীগ।