
বিনোদন ডেস্ক : গত ২৯ এপ্রিল ভোররাতে দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মারা যান কলকাতার সুপারমডেল সোনিকা সিং চৌহান। এ সময় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। এরপর টালিগঞ্জ থানার পুলিশ ও কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে বিক্রমের বিরুদ্ধে মামলা দায়ের হয়। প্রথমে তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে ট্র্যাফিক আইন ভাঙা ও অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ। দুর্ঘটনার সময় বিক্রমের গাড়ির গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি ছিল বলে তদন্তে প্রমাণিত হয়। তবে দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েই আলিপুর আদালত থেকে আগাম জামিন নেয় বিক্রম।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই মামলায় প্রায় ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এছাড়া বিক্রমের বিরুদ্ধে আলিপুর আদালতে ছয় জন ব্যক্তি গোপন জবানবন্দিও দিয়েছেন। তদন্তে গোপন জবানবন্দির ভিত্তিতে তার বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ। এরপরই তার জামিনের আবেদন বাতিল হয়ে যায়। পরে হাইকোর্টে ফের আগাম জামিনের আবেদন করেন বিক্রম। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশি হেফাজতে রয়েছেন কলকাতার অভিনেতা বিক্রম চ্যাটার্জি। শুক্রবার (৭ জুলাই) আলিপুর আদালতে তোলা হয় বিক্রম চ্যাটার্জিকে। এ সময় ১০ জুলাই পর্যন্ত বিক্রমকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সেখানে বিক্রমকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, হাইকোর্টে বিক্রমের আগাম জামিনের শুনানি হবে ১৩ জুলাই। পুলিশের একাংশের দাবি, সাউথ সিটিতে যাওয়ার কথা ছিল বিক্রমের। এক বন্ধুর বুক করে দেয়া অ্যাপ-চালিত ক্যাবে ওঠেন বিক্রম। আর সেই বন্ধুর ফোনে আড়ি পেতেই বিক্রমের গতিবিধি লক্ষ্য করছিল পুলিশ।
এদিকে বিক্রমের মা প্রশ্ন তুলেছেন, তার ছেলে এ পর্যন্ত বাড়িতে থেকে পুলিশকে সহযোগিতা করেছে। এরপরও তাকে কেন গ্রেপ্তার করা হলো। পুলিশ এ প্রশ্ন উড়িয়ে দিয়ে বলেছেন, দীর্ঘদিন গা-ঢাকা দেওয়ার পর বৃহস্পতিবার কিছুক্ষণের জন্য বাড়ি ফিরেছিলেন বিক্রম।
গত বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ১২টা নাগাদ কলকাতার কসবার একটি শপিং মলের সামনে থেকে বিক্রমকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও টালিগঞ্জ থানার পুলিশ। এ প্রসঙ্গে সরকারি আইনজীবী সৌরেন ঘোষাল বলেন, ‘বারবার বয়ান পাল্টে পুলিশকে বিভ্রান্ত করেছেন বিক্রম।’