নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর দক্ষিণখানের কোটবাড়ী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণকারী চাঁদাবাজরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও পুলিশকে মারধর করেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান আসামি রাশিদা আক্তার (রাশি)সহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে কোটবাড়ি রেলগেট এলাকায় বেআইনি অটোরিকশা ধরতে পুলিশ অভিযানে যায়। তখন অটোরিকশা নিয়ন্ত্রণকারী চাঁদাবাজরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও পুলিশকে মারধর করে। এ সময় ৬ থেকে ৭ জন পুলিশ আহত হয়। তবে তারা এখন ভালো আছে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাত পর্যন্ত মূল আসামি রাশিদাসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে। এর আগেই এ ঘটনায় থানায় মামলা করা হয়।