নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সঙ্গে গোলাগুলির পর পিস্তলসহ সজীব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতে ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।
ফতুল্লা মডেল থানার এএসআই রাশেদ বলেন, শুক্রবার রাতে সস্তাপুর এলাকায় অভিযানে গেলে সজীব পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে সজীবকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা সার্কেলের সিনিয়র এএসপি শরফুদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত সজীবকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।