বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’তিন ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।ঘটনার পর ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আহত পুলিশ সদস্যদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
আহত তিন ডাকাত পুলিশি প্রহরায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তারা হলেন -কাহালুর উপজেলার আটরাল গ্রামের মৃত ওসমান গণির ছেলে মোস্তফা (৪০), চকদুর্গাপুরের ইসমাইল হোসেনের ছেলে মো. বিপুল (৩০) ও গাবতলীর কদমতলী এলাকার আব্দুর রহিমের ছেলে মুন্টি (৩৫)।
আজ বেলা ১১টায় জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।