মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা ক্রাইমরিপোর্টারঃ-লালমনিহাটের হাতীবান্ধার আলোচিত মাদক ব্যবসায়ী,একাধিক মাদক মামলার আসামী ও মাদক সম্রাট হিসেবে এলাকায় পরিচিত মোতাকাব্বের(৩০)কে ফেন্সিডিল ও গাজাঁসহ আটক করেছে একই উপজেলার তিস্তার দোয়ানী ফাঁড়ি পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী উক্ত জেলার হাতীবান্ধার সাধুর বাজারের ছয়ানী পিত্তিপাটা গ্রামের মোঃ- দারোগ আলীর ছেলে।
প্রত্যেক্ষদর্শীরা জানান,সোমবার রাতে ওই মাদক ব্যবসায়ীকে তার এলাকা হতে মাদক বিক্রির সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করেন।
তিস্তার দোয়ানী ফাঁড়ির ইনচার্জ-এসআই সেলিম রেজা এই প্রতিবেদককে জানান,সোমবার (২ই জানুয়ারী)রাত ৮টা-৩০মিনিটে মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে আমি ও ফাড়ির এএসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোতাকাব্বেরকে তার বাড়ির সামনের কাচা রাস্তায় প্রকাশ্যে মাদক বিক্রির সময়ে-১০বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১০০(এক’শ) গ্রাম গাজাঁসহ হাতে নাতে আটক করতে সক্ষম হই।সে মাদকের মামলায় হাজত হতে জামিনে বেড়িয়ে এসে-পুনরায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
হাতীবান্ধা থানার ওসি-রেজাইল করিম আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতের বিরুদ্ধে পুর্বেরও একাধিক মামলা রয়েছে,যা আদালতে এখনো চলমান।আজও তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যার মামলা নং(০২)তারিখ-০২/০১/২০১৭ইং।
আজ মঙ্গলবার সকালে আটককৃত কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হবে।