বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অপরাধী ধরতে রোবটকে পুলিশ অফিসারের দায়িত্ব পালনে বিশ্ব দেখেছে রোবোকপ সিনেমায়। তবে এবার বাস্তবে পুলিশ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরো এক রোবটকে।
সদ্য পুলিশ অফিসার হিসেবে নিয়োগ পাওয়া এই রোবটের কাজ হচ্ছে, তালিকাভুক্ত অপরাধী শণাক্ত করা এবং সন্দেহভাজন ব্যক্তি চিহ্নিত করা।
চীনের হেনান প্রদেশে জ়েংজ়ৌ পূর্ব রেলস্টেশন দায়িত্ব পালন শুরু করেছে নতুন এই ই-পেট্রোল রোবট শেরিফ। ১.৬ মিটার লম্বা এই পুলিশ রোবটটি স্বয়ংক্রিয়ভাবে চলাফেরা করতে পারে। এটি তালিকাভুক্ত অপরাধী এবং সম্ভাব্য অপরাধীদের শণাক্ত করে অনুসরণ, পাশাপাশি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদের বুঝতে পারে।
অপরাধের বিরুদ্ধে লড়াই ছাড়াও, এই রোবট বায়ুর গুণমান এবং তাপমাত্রা নিরীক্ষণ করতে সক্ষম এবং আগুণ বা অন্যান্য ব্যাপারে আগাম সতর্ক করতে পারে।
পুলিশ অফিসার হিসেবে নিয়োগ পাওয়া নতুন এই রোবটটি অনেকটা গত বছরে চীনের শেনচেন আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ অফিসার হিসেবে নিয়োগ পাওয়া অ্যানবট রোবটের অনুরূপ।
তথ্যসূত্র: ম্যাশঅ্যাবল