
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রিভলবার কেড়ে নিয়ে এক পুলিশ কর্মকর্তাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে মাদক ব্যবসায়ীরা।
শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা মতিহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামিউল ইসলামকে (৩৫) গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এএসআই শামিউল সন্ধ্যার আগে নগরীর মাদকজোন হিসেবে খ্যাত খোঁজাপুর এলাকায় সাদা পোশাকে যান। সেখানে পৌঁছানোর পর ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী জাহাজঘাট এলাকার একরামুল হকের ছেলে শিমুল ও তার সহযোগীরা শামিউলের ওপর হামলা চালায়।
একপর্যায়ে শিমুল শামিউলের রিভলবারটি কেড়ে নেয় তারা। এ সময় বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটায় শিমুল ও তার সহযোগীরা। লাঠির আঘাতে শামিউলের মাথা ফেটে যায়। এ ছাড়া তার শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে।
এদিকে ঘটনার পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মতিহার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে শামিউলকে উদ্ধার করে। এরপর তাকে রামেক হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত রয়েছে।
এ বিষয়ে মতিহার জোনের সহকারী কমিশনার (এসি) সুশান্ত চন্দ্র রায় বলেন, এএসআই শামিউল ওয়ারেন্টভুক্ত আসামিদের খোঁজ নিতে ওই এলাকায় যান।
এ সময় এলাকার মাদক ব্যবসায়ীরা তার ওপর হামলা চালায়। তবে তার কাছ থেকে রিভলবার কেড়ে নেওয়ার ঘটনাটি ঠিক না।
এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।