
মৌভীবাজার প্রতিনিধি : পুলিশ দেশপ্রেমে উদ্বুব্ধ হয়ে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গুলশানের হলি আর্টিজান বেকারীতে, কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ বাহিনীর জনবল, দক্ষতা বৃদ্ধি করে চলেছি। আজকের পুলিশ জনগণের বন্ধু। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছে। আজকের পুলিশ অনেক দক্ষ, অভিজ্ঞ, অনেক জনবান্ধব।’
আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী থানার একটি ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বড়লেখা থানার ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জুড়ীর শাহজালাল কমিউনিটি সেন্টারে পুলিশ সুপার মো. শাহ জালালের সভাপতিত্বে সুধী সমাবেশে জুড়ীর থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আসাদুজ্জামান খান কামাল। পরে বড়লেখা থানার নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধন করেন ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
এর আগে দুপুর ১২টার দিকে মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বড়লেখার সুজানগর ইউনিয়নের বরথল এলাকার হ্যালিপ্যাডে অবতরণ করে। হুইপ মো. শাহাব উদ্দিন তাকে অভ্যর্থনা জানান।
আসাদুজ্জামান খান বলেন, ‘নিরাপত্তা বাহিনীর জন্য যে খরচ হয়, সেটা ব্যয় নয়, সেটা বিনিয়োগ। যত উন্নতি, সভ্যতার চাকা ঘোরানো, শিক্ষা, ব্যবসা যা কিছুই বলুন, যদি আইনশৃঙ্খলা ভালো না থাকে, তাহলে সবকিছু অচল হয়ে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, সংসদ সদস্য আব্দুল মতিন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান ও মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম প্রমুখ।
গণপূর্ত বিভাগ ৫ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে বড়লেখা থানা ভবন নির্মাণ করছে। সুধী সমাবেশ শেষে বিকেলে বড়লেখা উপজেলা যুবলীগের সম্মেলনে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।