নিজস্ব প্রতিবেদক : দুর্গাপূজাকে কেন্দ্র করে র্যাবের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেক পূজামণ্ডপে পর্যাপ্ত সংখ্যক র্যাব ও সাদা পোশাকে গায়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
শুক্রবার রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
র্যাব প্রধান বলেন, ‘এই নিরাপত্তা শুধু পূজার সময় নয়, প্রতিমা বিসর্জনের দিন বা তার পরবর্তী কয়েকদিন থাকবে। ইতোমধ্যেই প্রতিটি মণ্ডপে নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা বসানো হয়েছে। মণ্ডপগুলোতে আসা লোকজনের গতিবিধি র্যাবের বিশেষজ্ঞ দল কন্ট্রোলরুম থেকে পর্যবেক্ষণ করবে। এ ছাড়া যেসব নিষেধাজ্ঞা ইতোমধ্যে দেওয়া হয়েছে তা যদি জনগণ সঠিকভাবে পালন করে তাহলে কোনো সমস্যা হবে না।’
বেনজীর বলেন, ‘র্যাবের সঙ্গে সরকারের অন্য সংস্থা নিরাপত্তায় কাজ করবে। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা কমিটি করা হয়েছে। রাজধানীর প্রতিটি মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।’
এক প্রশ্নে তিনি বলেন, ‘কোনো ধরনের হুমকি না থাকলেও আপদকালিন কি করতে হবে তার চূড়ান্ত পরিকল্পনা করে রাখা হয়েছে। তবে এটি নিশ্চিত করে বলা যায়, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তা ভেদ করে অপ্রীতিকর কিছু করা সম্ভব নয়।’