পূর্বাচলে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তদন্তে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না

এস.এম.নাহিদ (পূর্বাচল থেকে) ঃ পুলিশের সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন রূপগঞ্জে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িতদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাাচল উপশহরের ৫নং সেক্টরের একটি মাছের লেকের মধ্য থেকে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক দল ডুবুরীরা বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করে।


সরেজমিনে গিয়ে জানা যায় – গতকাল শরীফ নামের এক যুবককে একটি এসএমজি সহ গ্রেপ্তার করে নারায়নগঞ্জ ডিবি পুলিশ। আটককৃত শরীফের দেওয়া তথ্যে আইনশৃঙ্খলা বাহিনী আরও দুই জনকে গ্রেপ্তার করে এবং তাদের দেওয়া তথ্যের উপরে প্রশাসন শরীফের বাড়ি, ব্লু সিটি এবং পূর্বাাচল উপশহরের ৫নং সেক্টরের তিনটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৬২টি অত্যাধুনিক এম – ১৬ রাইফেল ও রাইফেলের ৫১টি ম্যাগজিন, ২টি রকেট লা ার ও রকেট লা ারের লেন্স ৪৯টি, ২টি ওয়াকিটকি সেট, পিস্তল ৫টি, ১০টি পিস্তলের ম্যাগজিন, ২টি দুরবীন, হ্যান্ড গ্রেনেট ৪২টি সহ প্রায় রাইফেল ও পিস্তলের ১৫০০ গুলি এবং একটি কালো রংএর বড় লাগেজ ভর্তি বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও গ্রেনেড রয়েছে।পুলিশের সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন – রূপগঞ্জে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ দিয়াবাড়ীতে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা কিনা একই পদ্ধতিতে লুকিয়ে রাখা হয়েছিল। উল্লেখ্য গত বৎসর রাজধানীর উত্তরার দিয়াবাড়ীর একটি খাল থেকে বস্তা ভর্তি ৯৭টি পিস্তল, ৪৯৪টি ম্যাগাজিন ও এক হাজার ৬০টি গুলি উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। সকালেই পুলিশের আইজি মহোদয়, পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম সহ নারায়নগঞ্জ ডিসি, স্থানীয় এমপি সহ প্রশাসনের বিভিন্ন শাখার উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তিতে বিস্তারিত জানানো হবে বলে সূত্রে জানা যায়।