
নিজস্ব প্রতিবেদক, সাভার : অবসর গ্রহণের পর পেনশন ভাতার দাবিতে সাভারে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন টেলিফোন ভবনের ওয়ার্কচার্জডভুক্ত কর্মচারীরা।
সোমবার দুপুরে সাভার বাসস্ট্যান্ডে অবস্থিত টেলিফোন ভবনে এই কর্মসূচি পালন করেন তারা।
এ সময় আন্দোলনকারীরা বলেন, টেলিফোন ভবনের ওয়ার্কচার্জডভুক্ত কর্মচারীরা জাতীয় বেতন স্কেলের ১৯তম গ্রেড অনুযায়ী বেতনভাতা পেয়ে থাকেন। কিন্তু অবসর গ্রহণের পর পেনশন থেকে বঞ্চিত হয়ে আসছেন। দেশের প্রতিটি টেলিফোন ভবনে একই অবস্থা।
এমন অবস্থায় টেলিফোন ভবনের ওয়ার্কচার্জডভুক্ত কর্মচারীরা অবসর গ্রহণের পর মানবেতর জীবনযাপন করে থাকেন। এমনকি চাকরিকালীন অবস্থায় কোনো কর্মচারীর মৃত্যু হলেও তাদের ভরনপোষণের দায়িত্ব নেয় না বিটিসিএল। তাই অবিলম্বে পেনশন ভাতা চালুর দাবি জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ওয়ার্কচার্জড শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি সাভার শাখার সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ সাভার টেলিফোন ভবনে কর্মরত অর্ধশত কর্মচারী।