
সচিবালয় প্রতিবেদক : এশিয়া প্যাসেফিক অঞ্চলে পেপারলেস ট্রেড (কাগজবিহীন বাণিজ্য) চালু করতে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন ফেসিলিটেশন অব ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসেফিক’ এ বাংলাদেশের পার্টি হওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এশিয়া প্যাসেফিক অঞ্চলের যেকোনো পাঁচটি দেশ সম্মত হলে এই পেপারলেস ট্রেড চালু হবে। এটি চালু হলে সব দেশের সময় ও খরচ বাঁচবে।’