পেশোয়ারে বোমায় নিহত বেড়ে ৫৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ জন।

আহত আরও ১৯৪ জন। তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তবে কোনো জঙ্গিগোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। ভাঙা সিলিং, ধসেপড়া দেয়াল, দুমড়েমুচড়ে যাওয়া ফ্যান, বিধ্বস্ত মেঝে সব কিছুই যেন মর্মান্তিক হামলার সাক্ষী। স্থানীয় সময় শুক্রবার কুচা রিসালদার মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ। মুহূর্তেই বিশৃঙ্খল চারপাশ।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ করেই দেখলাম এক লোক গুলি চালাতে শুরু করল। এরপর মুসল্লিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আমি জানি না তারপর কি হয়েছিল। আমার হাতে ও পায়ে প্রচণ্ড আঘাত লাগে।
খবর পেয়ে হতাহতদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।

হামলায় মারা গেছেন ৫৬ জন। আহত ১৯৪ জনের চিকিৎসা চলছে। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এ হামলার তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুই হামলাকারী মসজিদটিতে প্রবেশের চেষ্টা করে এবং পাহারারত পুলিশের ওপর গুলি চালায়। অপর হামলাকারী মসজিদের ভেতর দৌড়ে প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে দেয়। হামলার তীব্র নিন্দা জানিয়েবিক্ষোভ করেছেন স্থানীয়রা। কর্মসূচি ঘিরে বিপুল পুলিশ মোতায়েন করা হয়।