বিনোদন ডেস্ক : হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তার পরিচালনায় ফার্স্ট দে কিলড মাই ফাদার সিনেমার প্রচারণার জন্য কম্বোডিয়ায় অবস্থান করছেন তিনি। সেখানেই সন্তানদের নিয়ে পোকামাকড়ের তৈরি স্থানীয় একটি খাবার খেয়েছেন এ অভিনেত্রী।
তাদের খাবারের তালিকায় ছিল-বিচ্ছু, মাকড়শা এবং ঝিঁঝিঁ পোকা।
বিবিসি নিউজ এর একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, তার যমজ দুই সন্তান নক্স ও ভিভিয়েনকে জোলি দেখাচ্ছেন, কী করে মাকড়শা খাওয়ার আগে সেগুলোকে তৈরি করতে হবে। তার দুই সন্তান বিষয়টি ভালোভাবেই আয়ত্ব করতে পেরেছেন। এমনকি ভিভিয়েনকে পরবর্তীতে রান্নার কাজে তার মাকে সাহায্য করতেও দেখা যায়।
তবে জোলি এবারই যে প্রথম পোকামাকড় খেয়েছেন তা কিন্তু না। এ প্রসঙ্গে জোলি বলেন, ‘এই দেশে (কম্বোডিয়া) যেবার প্রথম এসেছিলাম তখন প্রথমবার আমি পোকামাকড় খেয়েছিলাম। প্রথমে আপনাকে ঝিঁঝিঁ পোকা দিয়ে শুরু করতে হবে। ঝিঁঝিঁ পোকার সঙ্গে বিয়ার, এরপর আপনাকে মাকড়শাতে যেতে হবে।’
জোলির সন্তানরা অবশ্য এরই মধ্যে এ ব্যাপারে অনেক দূর এগিয়েছে। জোলি তার ১০ বছর বয়সি মেয়ে শিলোহকে মাকড়শা খাওয়ার কথা বললে কোনো দ্বিধা ছাড়ায় সদ্য রান্না করা মাকড়শা খেতে শুরু করে সে। জোলি জানান, বিচ্ছু চিবানো একটু কঠিন। খাবারের স্বাদ সম্পর্কে নক্স বলেন, ‘শুকনা, স্বাদ স্বাদহীন চিপসের মতো’