পোশাক কারখানায় শ্রমিকদের ওপর হামলা-মামলা বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে রেজাউল অ্যাপারেলস গার্মেন্টসসহ বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের ওপর হামলা-মামলা বন্ধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনের নেতারা।

এ সময় বক্তারা বলেন, দমন নির্যাতন করে শিল্পের বিকাশ হয় না, অবিলম্বে সব কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালু করতে হবে। আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। হামলার সঙ্গে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।

তারা আরো বলেন, প্রতিনিয়ত পরিকল্পিতভাবে শ্রমিকদের ছাটাই নির্যাতন করা হচ্ছে। তাই অবিলম্বে দমন নীতির পথ পরিহার করে পোশাক শ্রমিকদের বেঁচে থাকার জন্য নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা নিশ্চিত করতে হবে।

এ সময় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্মসাধারণ সম্পাদক জলি তালুকদার, সাংগঠনিক সম্পাদক কে এম মিন্ট, সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক জালাল হাওলাদার, দপ্তর সম্পাদক এম এ শাহীন ও দুলালা সাহা প্রমুখ।