পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ কথা জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লোভিয়া।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে একথা বলেন সুইডেনের প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেন, সব স্বাস্থ্যবিধি মেনে রফতানিমুখী পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে।