প্যারিসে মেসির নতুন অধ্যায় শুরু

অবশেষে ফ্রান্সের প্যারিসে পৌঁছে গেছেন লিওনেল মেসি। প্যারিসে নেমেই পিএসজির সঙ্গে চুক্তি সেরে ফেলেন লিওনেল মেসি। এর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল মেসির নতুন অধ্যায়।

মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্যারিসে পৌঁছান মেসি। এর আগে বিকেল পাঁচটার দিকে পরিবারকে নিয়ে বার্সেলোনা ছাড়েন আর্জেন্টাইন এই মহাতারকা।

মেসি যাওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই প্যারিসের বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকেন পিএসজি সমর্থকরা। ‘মেসি’, ‘মেসি’ চিৎকারে বিমানবন্দর এলাকা মাতিয়ে তোলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব ভিডিও। মেসির জন্য প্যারিস বিমানবন্দরে লাল গালিচাও বিছানো হয়।

এর আগে মেসির পিএসজিতে যাওয়ার খবর নিশ্চিত খোদ মেসির বাবা। এছাড়া ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো বিষয়টি সামনে আনেন। মঙ্গলবার তিনি বলেন, ‘বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। বার্সেলোনার সঙ্গে সবশেষ চুক্তিতে বার্ষিক ৭১ মিলিয়ন ইউরো বেতন পেতেন তিনি।’

২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে মেসিকে ছাড়ার ঘোষণা দেয় বার্সেলোনা। তারা জানায়, নতুন চুক্তির জন্য প্রস্তুত দুই পক্ষই। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অবকাঠামোগত বাধ্যবাধকতা। পরে সংবাদ সম্মেলনে এসে সেটি ব্যাখ্যা করেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।