আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস জলবায়ু চুক্তিতে অনুসমর্থন দিয়েছে চীন। দেশটির শীর্ষ আইন পরিষদ শনিবার এ অনুসমর্থন দেয়।
বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন। জলবায়ু পরিবর্তনেও তাদের দায় সবার চেয়ে বেশি।
চীন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে অনুসমর্থন দেওয়ার ঘোষণা দেবে। হাংঝৌ জি-২০ শীর্ষ সম্মেলনের আগে বা সম্মেলন চলাকালে তারা এ ঘোষণা দিতে পারে।
বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে গত বছর ডিসেম্বর মাসে প্যারিসে জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ হ্রাস করতে একটি চুক্তি হয়। সেই চুক্তিকে অনুসমর্থন দিল চীন।
সপ্তাহব্যাপী বৈঠকের শেষ দিন শনিবার সকালে চীনের ক্ষমতাসীন দলের শীর্ষ নির্বাহী কমিটি পিপল’স কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি ‘প্যারিস চুক্তির পুনর্মূল্যায়ন ও অনুসমর্থন প্রস্তাব’ পাস করে।
প্যারিস চুক্তি বিশ্বের প্রথম সম্প্রসারিত জলবায়ু চুক্তি। এ চুক্তি শুধু তখনই কার্যকরী ভূমিকা রাখতে সম্ভব হবে, যখন বিশ্বের দেশগুলো কার্বন নিঃসরণ ৫৫ শতাংশ কমিয়ে আনতে সক্ষম হবে।
কার্বন নিঃসরণে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। চীনের পাশাপাশি তারাও কার্বন হ্রাসের বিষয়ে ঘোষণা দিতে যাচ্ছে। চীন ও যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করার পর কার্বন নিঃসরণ ৪০ শতাংশ কমে আসবে।
চীনে আগে যে ২৩টি দেশ কার্বন নিঃসরণ হ্রাসের ঘোষণা দিয়েছে, তাতে মোট কার্বন নিঃসরণ কমেছে ১ শতাংশ। কারণ শিল্পে অনুন্নত এসব দেশ কার্বন নিঃসরণ করে খুবই সামান্য।