প্রকাশক দীপন হত্যা : সবুরের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক : জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য আব্দুস সবুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন আব্দুস সবুর। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ছয় দিনের রিমান্ড শেষে রোববার সবুর স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। তিনি সবুরের জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর আব্দুস সবুরকে সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলায় গত ২৯ আগস্ট আনসারুল্লাহ বাংলা টিমের আরেক সদস্য শামীম ওরফে সমীর ওরফে সিফাত আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

প্রসঙ্গত, গত বছরের ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।