প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘খালেদা জিয়ার উপদেষ্টার সংবর্ধনায় আওয়ামীপন্থিরা’ শিরোনামে গতকাল সোমবার যুগান্তর অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

প্রকাশিত সংবাদটি বানোয়াট দাবি করে প্রতিবাদপত্রে তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদের দোসর আওয়ামীপন্থি চিকিৎসকদের কাছ থেকে আমার বিরুদ্ধে সংবর্ধনা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত এবং কাল্পনিক’।

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য এ ধরনের রিপোর্ট প্রকাশ হয়েছে। এতে আমার সুনাম ক্ষুণ্নের পাশাপাশি হেয়প্রতিপন্ন করা হয়েছে’।