জ্যেষ্ঠ প্রতিবেদকঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সোনালী ব্যাংক।
প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় বিমানকে এই অর্থ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঋণ প্রদানকারী সোনালী ব্যাংক।
শনিবার (২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চলতি মূলধন হিসেবে ব্যাংকটি ১ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে।
এছাড়াও বিভিন্ন শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য খাতে আর্থিক প্রণোদনার জন্য আবেদন প্রস্তাব যাচাই করে কেন্দ্রীয় ব্যাংকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।