প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপন করা হবে

নিজস্ব প্রতিবেদক : প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার মিরপুর ফায়ার সার্ভিস কার্যালয়ে ‘ট্রেনিং কমিউনিটি ভলানটিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম সার্ভিস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এ জন্য সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে এ বাহিনীর আধুনিকায়নে নানা সরঞ্জামাদি কেনা হচ্ছে। ইতোমধ্যে অনেক জেলায় ও উপজেলায় স্টেশন করা হয়েছে।

দুর্যোগ মোকাবিলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশটি ভূমিকম্পপ্রবণ। এ কারণে যেকোনো সময় এ প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে। এ কারণে তা মোকাবিলা করতে ফায়ার সার্ভিসের সব সদস্যকে সদা প্রস্তুত থাকতে হবে। এ বাহিনীর আধুনিকায়নের জন্য ৪৫০ হাজার কোটি টাকার সরঞ্জামাদি কেনার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে অনেক যন্ত্রপাতি কেনা হয়েছে।’